মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে বিক্ষোভ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মেনিনজাইটিস টিকা না পেয়ে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার অবরোধের কারণে আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ। স্কয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, টিকা নেয়ার জন্য কয়েকশ লোক জড়ো হয়েছেন। তারা টিকা না পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং স্কয়ার হাসপাতালের কর্মকর্তারা বিদেশগামী যাত্রীদের বোঝানোর চেষ্টা করছেন। কামরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী বলেন, ‘আমার টিকেট কাটা আছে। সৌদি যাওয়ার আগে টিকা নিতে হবে। ‘আমাদের (ট্রাভেল) এজেন্ট থেকে বলেছে, স্কয়ার হাসপাতালে গেলে টিকা নেয়া যাবে। কিন্তু এখানে আসার পর তারা হাসপাতালে ঢুকতে দিচ্ছে না। বলে, ‘টিকা নাই’।’ স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী ইউসুফ সিদ্দিক বলেন, টিকা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে তারা দেখেছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের কাগজে স্কয়ার হাসপাতাল, আইসিডিডিআর,বি, ইবনে সিনা এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নাম লিখে দিয়েছে। এ জন্য লোকজন এখানে ভিড় করছে। ইউসুফ সিদ্দিক বলেন, তারা মেনিনজাইটিসের টিকা কেনেন হেলথকেয়ার ফার্মা ও রেডিয়েন্ট ফার্মা থেকে। ‘তারা আমদানি করে আমাদের সরবরাহ করে। আমরা এই টিকা আগে থেকেই দিই, দৈনিক ৫-৭টা লাগে। আমাদের স্টকে থাকলে আমরা দেই। এই সার্কুলারের বিষয়টি আমরাও জানতাম না। যেহেতু স্কয়ারে দেয় বলে তাদের জানানো হয়েছে, তাই কাল থেকে অনেকে আমাদের এখানে এসেছে। আমাদের কাছে যত টিকা ছিল তা দিয়েছি।’ স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী বলেন, ‘হেলথকেয়ার, রেডিয়েন্টের কাছে স্টক না থাকায় তারা আমাদের সাপ্লাই দিতে পারছে না। আগামী ১৫ দিনের আগে এই টিকা পাওয়াও যাবে না। কিন্তু লোকজন বিক্ষোভ করছে, রাস্তা বন্ধ করে দিয়েছে।’ শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, মেনিনজাইটিসের টিকা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। সৌদি আরব যেতে ইচ্ছুক অনেকে বিভিন্ন হাসপাতালে টিকা নিতে গিয়ে পায়নি। ‘পরে স্কয়ার হাসপাতালে টিকা আছে শুনে সকাল ৯টার দিকে দুই-একজন করে জড়ো হতে থাকে। সেখানেও টিকা না পেয়ে তারা বিক্ষোভ শুরু করে। ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত টিকা লাগবে না, বিষয়টি তারা জানতো না। তাছাড়া শুধুমাত্র যারা হজে যাবে, তাদের টিকা নিতে হবে।’ প্রবাসী কর্মীদের টিকা নেয়ার প্রয়োজন নেই জানিয়ে ওসি বলেন, ‘পরে আমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি। তাদের এজেন্টরাও তাদেরকে মেসেজ দেয়। ‘বেলা সাড়ে ১১টার দিকে তারা সবাই প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়।’ ইউসুফ সিদ্দিক বলেন, মেনিনজাইটিসের টিকা দেয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। এত লোককে দেয়ার মতো টিকাও তাদের কাছে নেই। ‘এ বিষয়ে যে একটা সার্কুলার হলো- এতগুলো লোকের টিকা লাগবে। ওই টিকা দেশে আছে কি না, না থাকলে বিকল্প ব্যবস্থা কি হবে এ বিষয়টি কেউ পরিষ্কার করছে না। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, বলেছি বিষয়টি পরিষ্কার করতে, কিন্তু তারাও কিছু বলছে না। লোকজন এসে হাসপাতালে চড়াও হচ্ছে। তারা এসে বলছে, ২০ হাজার টাকা দিলে নাকি ভ্যাকসিন দেয়া যায়।’ ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে গত সোমবার নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে বলা হয়, যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন। মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, ‘মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে। ‘এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।’ তিনি বলেন, ‘এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেয়া হয়।’