প্রধান বিচারপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয়ের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গত ৩০ জানুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জনাব মাইকেল মিলার বলেন, ‘মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।’ এদিকে গতকাল সোমবার প্রধান বিচারপতির সাথে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তি সহজিকরণ এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রধান বিচারপতি মহোদয়কে ধন্যবাদ জানানো হয়েছে।