‘কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়’
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কর বাড়য়ে কিংবা তামাক চাষ বন্ধ করে সিগারেটমুক্ত সমাজ গড়া যাবে না। এ জন্য ইনোভেটিভ আইডিয়া বের করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। গত বুধবার রাজধানীর পুরানা পল্টনে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, তামাকবিরোধী যত সংগঠন রয়েছে সবার নজর দেয়া উচিত সামাজিক সচেতনতার ওপর। বর্তমান নারী ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের বড় একটি কোম্পানি সম্প্রতি নতুন একটি ব্যান্ডই এনেছেন নারীদের জন্য। বর্তমানে নারী ও পুরুষ সব ক্ষেত্রে ধূমপান বেড়েছে।
তিনি বলেন, তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে। সবাই দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে। উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ বলেন, এনবিআর সিগারেটের দাম কমায় না।
এনবিআর সবদিক বিবেচনা করে কর নির্ধারণ করে। আর দামটা প্রতিষ্ঠানগুলোই নির্ধারণ করে। সতিনি আরও বলেন, তামাকমুক্ত সমাজ গড়তে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এ জন্য কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই দপ্তর ও পক্ষগুলো মিলে উদ্যোগ নিতে হবে। তবেই পুরোপুরি ধূমপানমুক্ত সমাজ প্রতিষ্ঠার দিকে এগুনো সম্ভব হবে।