ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে সদ্য স্বাধীন বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে অর্জিত বিষয়গুলিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য-ইমদাদুল হক হোয়াইট ম্যান। গত ২৫ জানুয়ারি সুপ্রীমকোর্টে আইনজীবি মোহাম্মদ আলী জিন্নাহ ন্যায় বিচারের স্বার্থে নোটিশ অব ডিমান্ডে ইমদাদুল হক হোয়াইট ম্যান এর পক্ষে দাবি সমূহ জানান। দাবি সমূহ হলো- ৫ আগস্ট ২৪ কে সংস্কার ও দ্বিতীয় বিজয় দিবস। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের রূপকার। ড. আসিফ নজরুল, নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, আকতার হোসেন, ডা. তাসনিম জারা ও শামান্তা শারমিনকে আন্দোলনের সংগঠক। সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধানদের আন্দোলনের কমান্ডার। আবু ছাইদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সব আত্মত্যাগ কারীদের জাতীয় শহিদ।

ছাত্র জনতার অভ্যুত্থানের সঠিক ইতিহাসকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভূক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহ, রাজনৈতিক সচেতন মহল, রাজনৈতিক বিশ্লেষক, সুশীল ও সুধীজন, রাজনৈতিক নেতারা, ফেসিষ্ট বিরোধী এ দেশের শান্তিপ্রিয় আমণ্ডজনতা দাবীসমূহের পক্ষে মতামত ব্যক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য বিচার বিভাগীয় নির্দেশনা চেয়ে অপেক্ষা করিতেছে।

গণমানুষের দাবির স্বীকৃতির পক্ষে সংশ্লিষ্ট সব মহল ও আবেদনকারী গভীরভাবে বিশ্বাস করে যে, হাইকোর্ট বিভাগের বিচারিক প্যানেল ন্যায় বিচারের স্বার্থে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে নতুন বাংলাদেশ, গণমানুষ এবং আন্দোলনকারীদের পক্ষেই অবস্থান নিবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত