ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে কাফন মিছিল

ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে কাফন মিছিল

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুসহ সব ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কাফন মিছিল শুরু করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলের আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, বিগত ছয় মাসে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার সক্ষমতা নেই। নারীরা বাইরে যেতে পারছেন না, ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। যার বহিঃপ্রকাশ এই ধর্ষণের ঘটনাগুলো।

উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে সৈকত আরিফ বলেন, অনেক ছাত্রনেতা সাংগঠনিক কাজে ঢাকার বাইরে থাকলেও তাদের অনেকের নামে মামলা দেয়া হয়েছে। এ সময় তিনি ছাত্রনেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিনাত আরা বলেন, জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সব নিপীড়নের বিরুদ্ধে। তা আমাদের ভুলে গেলে চলবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত