রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর, মো. ওয়াসিম আকরাম, মো. সুমন, মো. সুলতান মাহমুদ খান ও মোহাম্মদ শান্ত। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবুর রহমান জানান, গত শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। এ সময় বাসে যাত্রী ওঠানোর মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সার্জেন্ট সোহরাব উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। এক পথচারীর চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং ছিনতাইয়ের চেষ্টাকালে সুলতান মাহমুদ খান নামে একজনকে ধরে ফেলেন।