ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর ওয়ারির চন্দ্রমোহন বসাক স্ট্রিট রোডের পাঁচ তলার একটি বাসার ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বিকাল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সেলিম জানান, আমার মা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছেন।

আমার মা সবার অগোচরে ছাদে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা বর্তমানে ওয়ারির ৯ নম্বর চন্দ্রমোহন বসাক স্ট্রিট রোডে থাকতাম। আমাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সোলাই গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক?্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারি থানা পুলিশকে জানিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত