জাতীয় নির্বাচন ছাড়া সংকট উত্তরনের কোনো পথ নেই। তাই যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার। গতকাল শনিবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল এর ইম্পেরিয়াল কনভেনশন হলে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র উদ্যোগে আয়োজিত কূটনৈতিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এনপিপির আহ্বায়ক আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু এ সব কথা বলেন। তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে, কোনো দল বা ব্যাক্তি ফ্যাসিস্ট বা দানবে পরিনত হবে না।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু একটি লক্ষ্য নিয়ে এনপিপি দল সৃষ্টি করেছিলেন। এনপিপি’র নিজস্ব একটা ধারা এবং স্লোগান ছিলো। স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। এনপিপি এখনো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা, শ্রমিক মেহনতী মানুষ নিহত হয়েছেন তাদের সবাইকে এখনো ক্ষতিপূরণ দেয়া হয়নি এবং যারা আহত হয়েছিল তাদের সু-চিকিৎসা বা ক্ষতিপূরণ দেয়া হয়নি। তাই এই ইফতার মাহফিল থেকে সরকারের কাছে আবেদন করবো তাদের খুব দ্রুত সু-চিকিৎসা এবং ক্ষতিপূরন দেয়ার জন্য।
এ সময় শেখ ছালাউদ্দিন ছালু সর্বস্তরের জনসাধারণকে অগ্রীম পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে সৎ এবং আদর্শ দল হিসেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-কে প্রতিষ্ঠিত করার আহবান জানান। ইফতার মাহফিলে এনপিপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিসেস মর্জিনা খান আঞ্জু, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ প্রমুখ।