ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য পুরোপুরি দায়ী হাসিনা

বললেন আফরোজা আব্বাস
ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য পুরোপুরি দায়ী হাসিনা

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশে আজকে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য পুরোপুরি দায়ী শেখ হাসিনা। গত ১৭ বছরে শেখ হাসিনার সময়ে দেশে যত গণধর্ষণ হয়েছে, এর একটিও বিচার হয়নি। যারা গণধর্ষণ করেছে তাদের পুরস্কৃত করা হয়েছে। এসব কারণে দেশে ধর্ষণসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে। আছিয়াকে ধর্ষণের ঘটনার বিচার যদি হতো তাহলে দেশে পর পর এতগুলো ধর্ষণের ঘটনা ঘটতো না। এসব নরপশুদের বিচার না হলে এরা মানুষ হবে না। ‘দেশের বিভিন্ন জেলায় শিশু এবং নারী ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে’ বিষয়গুলো আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন গণমাধ্যমে দেখে আমাকে নির্দেশ দিয়েছেন এখানে আসতে এবং উনি বলেছেন যে এই পরিবারের পাশে আছেন। আমি জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে তথা তারেক রহমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের এই ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি।

গতকাল রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি গ্রামে গত শুক্রবার ধর্ষণচেষ্টার শিকার শিশুর পরিবারের সঙ্গে দেখার করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার অনতিবিলম্বে সময়ক্ষেপণ না করে আছিয়ার ঘটনার বিচার করবে বলে আশা প্রকাশ করে আফরোজা আব্বাস আরও বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জে অনেক আগের একটি ঘটনায় রিমার স্বামী মনিরকে বিচারের মাধ্যমে ফাঁসি দিয়েছিল আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। সেই রকম বিচার যদি শেখ হাসিনা দুয়েকটা করতে পারতো তবে দেশের আজকে এই অবস্থা হতো না। এখন নতুন যে সরকার আসছে আমরা আশা করব অনতিবিলম্বে সময়ক্ষেপণ না করে আছিয়ার ঘটনার বিচার করবে।

তিনি বলেন, এই ঘটনার কোনো প্রমাণের দরকার নাই, হাতেনাতে এটা প্রমাণিত হয়েছে। জনগণের সামনে ফাঁসির কাষ্টে ঝুলানো উচিত এদের। জেলখানায় নিয়ে ফাঁসি দেবে আমরা এটাও চাই না। আমরা চাই আছিয়ার মা-বাবা স্বচক্ষে অপরাধির ফাঁসি দেখুক।

ধর্ষণের বিচার যদি জনসম্মুখে করা হয় তাহলে অন্যরা এ থেকে শিক্ষা নেবে জানিয়ে আফরোজা আব্বাস বলেন, প্রয়োজনে ইসলামী আইনে বিচার করুক। ইসলামে আছে ধর্ষণকারীকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে দণ্ড কার্যকর করা। যে আইনেই করুক, এর বিচার কার্যকর করতে হবে জনসম্মুখে। এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়গঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া, মাসুকুল ইসলাম রাজীবসহ অন্যান্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত