ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশই ফেল

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশই ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০ শতাংশ শিক্ষার্থী। অপরদিকে অনুত্তীর্ণ প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী। গতকাল রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় এবার অংশ নিয়েছেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। সেই হিসেবে পাসের হার ২০ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৪৯ হাজার ৮৬৯ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত