রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশ (ডিএমপি) নগরজুড়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ডিএমপি জানায়, গত রোববার মহানগরীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বজায় রাখতে দুই পালায় ৬৬৭টি টহল টিম মোতায়েন করা হয়। রাতের ৩৪০টি এবং দিনের টহল টিম ছিল ৩২৭টি।

এরমধ্যে ৪৭৯টি মোবাইল পেট্রোল টিম, ৭৫টি ফুট পেট্রোল টিম ও ১১৫টি মোটরসাইকেল টহল টিম কাজ করছে।