ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার পাঁচ নম্বর অ্যাভিনিউয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হালিমা বেগমের মেয়ের জামাই সেলিম জানান, সকালের দিকে মিরপুর-১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউয়ের ৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসার সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় গলির ভেতর থেকে বের হওয়া একটি ট্রাক আমার শাশুড়িকে চাপা দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত