নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রীজ হতে রুপসী পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পরিদর্শক হাফিজুর রহমান জানান, অভিযানকালে ১০-১৫ টি নৌযান পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি নৌযানকে ৯০,০০০ টাকা জরিমানা করা হয়।