ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু

হাসপাতালের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু

রাজধানীর শাহবাগ থানার ন্যাশনাল ইনিস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন এক রোগী ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা গেছেন। মৃতের নাম পলাশ বিশ্বাস (৩২)। সে একটি গার্মেন্টসে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত ছিলেন। মাগুরা জেলার মোহাম্মদপুর শিবপুর গ্রামের জয়ন্ত বিশ্বাসের ছেলে পলাশ। গতকাল বুধবার সকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

মৃতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টেসের কালার ওয়াশিং প্লান্ট এ কাজ করার সময়ে যে কোনো ভাবে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত দুদিন আগে তাকে এইচডি-ইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি আরও বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান।

পরবর্তী সময়ে ভোর সেখানে কর্তব্যরত নার্সরা তাকে রুমের বেডে দেখতে না পেয়ে তারা আমাকে জানান। পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে ভিকটিমের লাশ খুঁজে পায়। পরে সিসিটিভি দেখে জানতে পারেন। লোকটি প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যায়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১৫ তলার ছাদে চলে যান। আর সেখান থেকে লাফ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত