ঢাকা সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আসন্ন ঈদে রংপুর অঞ্চলে নেই বিশেষ ট্রেনের বরাদ্দ

আসন্ন ঈদে রংপুর অঞ্চলে নেই বিশেষ ট্রেনের বরাদ্দ

রংপুর অঞ্চলের এবার ও ঈদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রন্ত থেকে ঘরে ফেরা মানুষজনের জন্য বিশেষ ট্রেনের উদ্দ্যোগ এখনো নেয়া হয়নি। আগের দেয়া আন্তঃনগর ট্রনে আসা-যাওয়া করতে হবে মানুষজনকে। ফলে যাত্রীর চাপে শিডিউল হেরফেরে ঈদ যাত্রায় নতুন করে ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখছেন ট্রেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যান্য বছরের মতো এবারও বিশেষ ট্রেন বা বগির ঘোষণা না আসায় ক্ষুদ্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। জানা গেছে, পশ্চিমাঞ্চল ট্রেনের লালমনিরহাট বিভাগ থেকে ১০টি আন্ত নগর ট্রেন রংপুর বিভাগের আট জেলা থেকে ঢাকায় যাতায়াত করে। এগুলো হচ্ছে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস।

বাংলাবান্দা স্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিয়মিত চলা এ সব যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই ১০টি আন্ত নগর ট্রেনের মধ্যে রংপুর স্টেশনের ওপর দিয়ে আসা-যাওয়া করে রংপুর কুড়িগ্রাম, বুড়িমারী এ লালমনি এক্সপ্রেস জন্য মাটি ট্রেন লমনিরহাট, নীলফামারী পার্বতীপুর ও পঞ্চতায় মোক চলাচল করে। এ কারণে চাইলেই সব যাত্রী সব আন্তঃনগর টোন আসা-যাওয়া করতে পারবে না। আন্তঃনগর ট্রেনে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাতাযাত করেন ।

রংপুর রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, ঈদে যাত্রীর সংখ্যা দু-তিন গুণ পর্য়ন্ত বেড়ে যায় এবারও ব্যাতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। ঈদে যাত্রীদের চাপ কমাতে বিশেষ ট্রেন চালুর উদ্দোগের কোনো চিঠিপত্র হাতে এসে পৌঁছেনি। যে সব ট্রেন আছে, তার সঙ্গে বগি বাড়বে কি না তা-ও জানে না যাত্রিরা। রংপুর রেলস্টেশনে থাকা ঢাকা গামী যাত্রী আলফানুর জানান আমার বাড়ি কুড়িগ্রামে। চাকরির কারণে স্ত্রী, দুই সন্তান মা বাবাকে নিয়ে ঢাকায় থাকি। মা-বাবা বৃদ্ধ হওয়ায় বাদে আসা-যাওয়া খুব কষ্টকর। আগে ট্রেনেই সুবিধা ছিল। এবার আগাম ও টিকিট পাইনি, যাওয়া হবে না। যদি ঈদে বিশেষ ট্রেন দিলে হয় তো গ্রামের বাড়ি যাওয়া হবে।

রংপুর মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, ‘বিগত সময়ে রেলের উন্নয়ন নিয়ে আমাদের অনেক কাগুজে পরিকল্পনা দেখানো হয়েছে, কিন্তু তা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি।

লাখ লাখ মানুষ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করছে। কিন্তু তাদের যাতায়াতের জন্য কোনো বিশেষ ট্রেন বরাদ্দ নেই। অবিলম্বে আসন্ন দিদে রংপুরে বিশেষ ট্রেন বরাদ্দসহ রংপুর-ঢাকা ইন্টার সিটি রেল ঢালর জোর দাবি জানাচ্ছি। রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলী বলেন, ‘আসন্ন ঈদ ঘিরে এখনো বিশেষ ট্রেন বা বগি দেয়ার জন্য কোনো নির্দেশনা পাইনি। আমরা প্রতিবছরই বিশেষ ট্রেন দেয়ার জন্য কর্তৃপক্ষকে জানাই, এবারও জানিয়েছি। কিন্তু বিশেষ ট্রেন পাওয়ার আশা একবারেই নেই।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে এই অঞ্চল বা ঈদ শেষে ঢাকা ফেরত যাত্রী অসংখ্য। বিশেষ ট্রেন বা পর্যাপ্ত সংখ্যক বগি বাড়ালে লোকসানের বদলে লাভবানই হবে ট্রেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত