ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতের দাবিতে মানববন্ধন

আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতের দাবিতে মানববন্ধন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি কোরআন শিক্ষার প্রকল্পটি ধ্বংস করতে আউটসোর্সিং করা হয়েছে অথচ হিন্দুদের মন্দিরভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোসিং করা হয়নি। এ কেমন বৈষম্য। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে অসন্তোষ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর প্রতিবাদে প্রকল্পটির জনবলকে আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য মানববন্দন করেছেন মসজিদ শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষ-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

গতকাল রোববার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নেতৃবৃন্দ ইফার মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর, কর্মী-কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদনপূর্বক বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের জোর দাবি জানান। তারা আরো জানান, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সাড়া দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দারিদ্র্য, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, কিশোর-কিশোরী ও বয়স্কদের পবিত্র কোরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত