ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা শুরু

চট্টগ্রামে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা শুরু

চট্টগ্রাম ট্রেন স্টেশন ঘরমুখো যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে। জানা যায়, ঈদে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার যাত্রী ট্রেনে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। গতকাল সোমবার প্রথম দিন সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষ তেমন দেখা না গেলেও বিজয়, চট্টলা ও সাগরিকা ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। সাপ্তাহিক বন্ধ থাকায় চলেনি সুবর্ণ, পাহাড়িকা ও সৈকত এক্সপ্রেস। চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী বলেন, ঈদযাত্রার প্রথম দিন ভিড় কম ছিল। গত বৃহস্পতিবার থেকে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

এছাড়া বিশেষ ট্রেনও চলাচল শুরু হবে। ধীরে ধীরে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। ৩১ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত