ট্রাফিকের দায়িত্ব পালনের সময় বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় ‘বিকল্প পরিবহনের’ একটি বাসের ধাক্কায় মো. মেহেদী (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সোহেলকে (৩৫) আটক করেছে ট্রাফিক পুলিশ। শাহবাগ ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক এ তথ্য জানান। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে শাহবাগ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহত মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করছিলেন।