মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেয়া হয়েছে। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল কাফি সরকার, মো. শাহিনুর ইসলাম, মোহা. মাহাবুর রহমান, মো. হেলাল উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. জহুরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, মোহাম্মদ মাইনউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সেলিম ভূঞা, মো. শাহ আলম, মুহাম্মদ মতিউর রহমান ও মো. আলাল উদ্দীন।
মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফিরোজ আলম, মো. মুসারুল হক, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. রইছ উদ্দিন, মো. আক্তারুজ্জামান, মো. রুহুল আমিন, ফরাজী মো. কামরুজ্জামান, মোহাম্মদ মিজানুর রহমান, মো. রেজাউল করিম, মো. আব্দুল ওয়াহেদ মিয়া, মুহ. শফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, নূর আহাম্মদ ভূঞা, মুহাম্মদ মাসুদ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, একেএম কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মোহাম্মদ আবুল বাসার, মো. হাবিবুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবুল হাসান, মো. আবু নাঈম ভূঞা, এসএম আবু সাঈদ, মো. সাদেকুল ইসলাম। তাদের এই অনারারি কমিশন গতকাল থেকেই কার্যকর হয় বলে জানিয়েছে আইএসপিআর।