রাজধানীর কামরাঙ্গীরচরে মো. আরিফ হাওলাদার (৩৫) নামে এক স’মিল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর মাদ্রাসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। আরিফ পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোয়াগদল গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। হাসপাতালে আনা মৃতের ভাগ্নে হৃদয় সরদার জানান, আরিফ হাওলাদার প্রায়ই মোবাইল ফোনে জুয়া খেলতেন। অনেক টাকা ঋণ থাকলেও ঠিকমতো কাজ করতেন না।
এ সব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকতো। আজ সকালে বাসা থেকে কাজের কথা বলে স’মিলে গিয়ে সবার অগোচরে রশি দিয়ে কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন। পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, ‘লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’