ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা, শ্রমিকদের অবস্থান ধর্মঘট

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা, শ্রমিকদের অবস্থান ধর্মঘট

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে দুই তৈরি পোশাক কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি দেয়ার পর কিছু শ্রমিক কারখানা এলাকায় এবং কিছু শ্রমিককে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করতে দেখা গেছে। এ সময় তারা কারখানা দুটি খুলে দেয়ার পাশাপাশি বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি করেছেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন শ্রমিকদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। বন্ধ করে দেয়া কারখানা দুটি হলো- মহানগরের কুনিয়া তারগাছ এলাকার আসকর টওয়ারে অবস্থিত সিগনেচার এ্যাপারেলস এবং কালিয়াকৈর উপজেলার হ্যাগ নীট ওয়্যার।

সিগনেচার এ্যাপারেলস কারখানার শ্রমিক আনোয়ার বেগম ও সুপার ভাইজার মো. মোহসীন জানান, গত ৪ জানুয়ারি আশিকুজ্জামানের ভবন ভাড়া নিয়ে বিল্লাল গাজী নামে এক ব্যক্তি সাব-কন্ট্রাকে কারখানাটিতে প্যান্ট তৈরি শুরু করেন। চালু হওয়ার পর জানুয়ারির বেতন ১০ ফেব্রুয়ারি দেয়ার কথা থাকলেও প্রত্যেকের হাজিরা ও ওভার টাইম কেটে তা ১৯ ফেব্রুয়ারি দেয়া হয়। ফেব্রুয়ারির বেতন ১৬ মার্চ দেয়ার কথা থাকলেও তা না করে প্রশাসনের মধ্যস্ততায় ২৩ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেন মালিক। কিন্তু নির্ধারিত দিনে বেতন না দিয়ে পালিয়ে যান কারখানা মালিক। পরে মালিকের সন্ধান না পেয়ে সেনাবাহিনী ও শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা কলকারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে ভবন মালিক আশিকুজ্জামান কারখানাটি পরিচালনার দায়িত্ব নেন। তিনি শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন পরিশোধ দায়িত্ব নেন। কিন্তু আশিকুজ্জামান শর্ত ভেঙ্গে পাওনা পরিশোধ না করে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে শ্রমিকদের বের করে তালা ঝুলিয়ে দেন বলে জানান ভুক্তভোগীরা।

একই ভাবে বন্ধ করে দেয়া হয় কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা ‘হ্যাগ নীট ওয়ার’ পোশাক কারখানাটি। ওই কারখানার শ্রমিক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের কথা ছিল ২৫ মার্চ। কিন্তু ওই দিন সকালে গিয়ে দেখি, কারখানার গেইটে তালা ঝুলছে। কারখানার মালিক, সিইও পালিয়ে গেছেন।’ এমন পরিস্থিতিতে বকেয়া বেতন ও বোনাসের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত