বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব ঘিরে কেনাকাটা আর প্রস্তুতির শেষ নেই। সারা মাস রোজা রাখার পর খুশির ঈদে বিভিন্ন মার্কেট ও শপিংমলের পাশাপাশি কেনাকাটার ধুম পড়ে টুপি আর আতরের দোকানেও। এবছরও তার ব্যতিক্রম নয়। গতকাল সরেজমিনে রাজধানীর গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, টুপির দোকানগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। পাকিস্তানি, আফগানি, গুজরাটিসহ বাহারি ডিজাইনের টুপি কিনতে ভিড় করেছেন ক্রেতারা। গুলিস্তানে পীর ইয়েমেনি মার্কেটের সামনের রাস্তায় টুপি বেচাকেনা চলছিল হরদম। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে পাকিস্তানি, আফগানি, চাইনিজ, এমনকি দেশীয় হাতের কাজ করা টুপির চাহিদা বেশি। বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব ঘিরে কেনাকাটা আর প্রস্তুতির শেষ নেই। তারা জানিয়েছেন, পাকিস্তানি টুপি পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ১০০০ টাকায়, আফগানি টুপি ১৫০ থেকে ৫০০ টাকায়, ভারতীয় টুপি ৪০০ থেকে ১২০০ টাকায়, গুজরাটি টুপি বিক্রি হচ্ছে ৫০০ টাকার মধ্যে। এছাড়া দেশীয় হাতে তৈরি কাঁথা ও নকশিকাঁথার টুপি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকায়।