ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন

দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে আখতারের শোডাউন

এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন । এবার দুই শতাধিক অটোভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো রংপুরে আসেন আখতার। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন। বেলা সোয়া ২টার দিকে নগরের মাহিগঞ্জ এলাকায় অটোভ্যানের বহরে যোগ দেন। সেখান থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী বহরে ছিলেন। তারা স্লোগানে দেন, আখতার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এ সময় সড়কের দুই পাশের মানুষজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আখতার।মাহীগঞ্জ এলাকায় পথসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলটির প্রস্তুতি নিয়ে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা সারা দেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। তারা মানুষের দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তারা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত