ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাবি হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

রাবি হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার ও গতকাল বুধবারও শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সম্প্রতি প্রাধ্যক্ষ পরিষদ নিরাপত্তার কারণ দেখিয়ে এবারের ঈদে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে। ২৮ মার্চ থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত হল বন্ধ থাকবে। ৪ এপ্রিল সকাল ১০টায় আবাসিক হল খুলে দেয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল আছে ১৭টি। ২০২২ সাল থেকে ঈদের ছুটিতে আবাসিক হলগুলো খোলা ছিল।

গতকাল সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কাঁথা-বালিশ নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবনে প্রবেশের সময় অবস্থানরত শিক্ষার্থীদের আলোচনার জন্য তার কার্যালয়ে ডাকেন। তবে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যকে এখানে আলোচনা করতে হবে। বেলা পৌনে একটার দিকে উপাচার্য চলে যান। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকে তালা ঝুলিয়ে দেন। দেড়টার দিকে সহ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদসহ কয়েকজন বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তালা খোলা নিয়ে প্রক্টরের সঙ্গে শাকিল হোসেন নামের এক শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত