ময়মনসিংহ নগরীর ১৩ তলা বনানী ভবনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত তরুণীর নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পযর্ন্ত নিহত তরুণীর নাম ও পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতো। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যম্যে ভবনের ছাদে চলে যায়। দুপুর ১টা ১৪ মিনিটে তিনি ছাদ থেকে লাফ দেন।