ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাত

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাত

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- কাউসার, ইব্রাহিম, আল আমিন, রাসেল, শহিদুল ইসলাম শাওন, নুর উদ্দিন ও পারভেজ। সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দস্যুতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ওয়ারেন্টসহ একজন, মাদক মামলায় একজন, সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর ওয়ারেন্টে একজন ও অন্যন্য মামলায় একজন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত