রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজার থেকে আগত কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গতকাল শনিবার ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঝ বগি থেকে বিশেষ চেকিং করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় স্কুলব্যাগ ভর্তি ৩৩ হাজার ৫০০ ইয়াবা (মূল্য অনুমান এক কোটি পঞ্চাশ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।