রাজধানীর বাড্ডা ও কামরাঙ্গীরচরে পৃথক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- বাড্ডায় অটোরিকশা চালক জয়নাল আবেদীন (৫০) ও কামরাঙ্গীরচরে সাব্বির (২৩)। আহত অটোচালক জয়নাল আবেদীন পরিবার নিয়ে বাড্ডার তালতলা সাতারকুল এলাকায় থাকেন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী দেলোয়ার জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তালতলা সাতারকুল এলাকায় অটোচালক জয়নাল যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত ছিনতাইকারীরা পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢামেকে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে, একইদিন রাত ১০টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় ছিনতাইকারীদের হামলায় সাব্বির (২৩) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।