ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত ভাড়া রোধে বিআরটিএর অভিযান

অতিরিক্ত ভাড়া রোধে বিআরটিএর অভিযান

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া রোধে রাজশাহীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কয়েকটি কাউন্টারের ম্যানেজারদেরকে সতর্ক করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রক্যেতটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টানানো থাকবে। অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত