নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকার ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৪টার দিকে ফার্নিচারের মার্কেটে দাউ-দাউ করে আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে ফোন দেন। এরপর কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে তার আগেই আগুনে মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় স্থানীয়রাও এগিয়ে আসেন। এ সময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিদ্যুৎ কর্মী ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। মার্কেটের ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।