ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর কাকলী ক্রসিংয়ে ‘রাইট টার্ন’ ফের বন্ধ

রাজধানীর কাকলী ক্রসিংয়ে ‘রাইট টার্ন’ ফের বন্ধ

যানজটের দুর্ভোগ কমাতে ‘পরীক্ষা-নিরীক্ষার’ জেরে আবারও ঢাকা বিমানবন্দর সড়কের কাকলী ক্রসিংয়ে সকল প্রকার ‘রাইট টার্ন’ ও ‘ইউটার্ন’ বন্ধ করেছে পুলিশ। গতকাল বুধবার থেকে এই নির্দেশনা দিয়ে তা মেনে চলতে সকলের সহযোগিতা চেয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, মহাখালী থেকে বনানীর দিকে যাওয়া যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে। কাকলী ক্রসিংয়ে সকল প্রকার ‘রাইট টার্ন’ ও ‘ইউটার্ন’ নিষেধ। হালকা যানবাহন গুলশান বা বনানী যেতে চাইলে বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে প্রবেশ করতে পারবে। বাস বা অন্য বড় বা ভারী যানবাহনগুলোকে আর্মি স্টেডিয়ামের সামনের ইউটার্ন ব্যবহার করতে হবে। ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকে (বুধবার) থেকে কাকলী ক্রসিংয়ের সব প্রকার ‘রাইট টার্ন ও ‘ইউটার্ন’ পরীক্ষামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে সামনের দিনগুলোতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। ‘দেখা যাক, অফিস শুরু হওয়ার পর এটার কেমন প্রভাব পড়ে। জনসাধারণের সুবিধার্থে যানজট কমানোর জন্য যেভাবে প্রয়োজন হয়, সেভাবেই উদ্যোগ নেয়া হচ্ছে। যানজট কমানো চেষ্টার অংশ হিসেবে ২০২৪ সালের ১৭ অক্টোবর বনানী-কাকলী ও বনানী কবরস্থান ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে ডানের গন্তব্যে যেতে খানিকটা পথ এগিয়ে ঘুরে যেতে হয়। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার জেরে ৫০ দিন পর ৭ ডিসেম্বর ক্রসিং খুলে দিয়ে যান চলাচলে বেশকিছু নির্দেশনা দিয়েছিল গুলশান ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত