রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। এতে কাকলী, সৈনিক ক্লাবসহ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। গতকার বুধবার দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। নতুন নির্দেশনাগুলো হলো- ১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীতে যেতে পারবে। ২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ। গুলশান বা বনানীগামী যানবাহন বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে (তবে বাস বা বড় যানবাহনের জন্য প্রযোজ্য নয়)। ৩. বাস ও অন্যান্য বড় বা ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ নিয়ম পরীক্ষামূলকভাবে কার্যকর করা হচ্ছে এবং যান চলাচলের সুবিধার্থে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।