‘পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলবে না’

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলবে না। গতকাল দুপুরে বরিশালের মুলাদী উপদেলা প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।