রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নিহতের খণ্ডিত লাশ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক পুরুষ মারা গেছে।