বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিগত দিনের মতো বর্তমানেও দেশীয় শিল্পীদেরকে মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী ১১ এপ্রিল সেই কনসার্ট উপলক্ষে গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। টুকু অভিযোগ করেন বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাগুলোকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক। আমাদের উদ্দেশে দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভাগুলোকে মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই। তিনি বলেন, এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরও বাদ দেয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলব। তিনি জানান, ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে কনসার্ট হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই আয়োজন হবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চান। ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, গত ২৭ মার্চ গুলশানে সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানী ঢাকাসহ দেশের ৪টি শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এতে জানানো হয় ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট হবে। ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। বিকাল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা।
এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড। চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। কনসার্টে অংশ নেবে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও মিথুন বাবু।
বগুড়ায় হবে আলতাফুন্নেসা খেলার মাঠে। বগুড়ার কনসার্টে অংশ নেবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা ব্যান্ড। এ ছাড়াও থাকবেন কনকচাঁপা, অমিয়া ও লুইপা। খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। আরও থাকছেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ।