ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মৃত রায়হান (১০) সদরের বোররচর ইউনিয়নের বোররচর গ্রামের মো. শাহ পরানের ছেলে। ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. সারোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় পুকুরে গোসলে নেমে বেশি পানিতে গিয়ে ডুবে যায় রায়হান। রাত সোয়া ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রায়হানের লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। তখন ফায়ার সার্ভিসে কল দিলে ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বলেন, সদরের বোররচর গ্রাম থেকে ঈদ উপলক্ষে শহরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল রায়হান। পরে গোসল করতে গিয়ে সে মারা যায়। এ পুকুরে ডুবে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে।