মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেইসঙ্গে দোকানগুলোর সাথে থাকা আরো তিনটি বাসাবাড়িও পুড়ে গেছে।
এতে কমপক্ষে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেট যে কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই মার্কেটের সারিবদ্ধভাবে থাকা ১০টি কসমেটিকসের দোকান, ৭টি ব্যাগের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারি দোকান ও তিনটি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এসময় মার্কেটের পেছনে থাকা তিনটি টিনের বাসাবাড়িও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মণ্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।