ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্বেচ্ছাসেবক দলনেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলনেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ায় ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়াকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করেছে স্বেচ্ছাসেবক লীগের দুর্ধর্ষ সন্ত্রাসী সরল ও তার বাহিনী। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী শাহীন মিয়ার বাবা আ. রশিদ ৮ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- যুবলীগ নেতা মো. সরল ও ছাত্র সমাজের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম ক্যাডার নিশাদ, ঢাকা মহানগর যুবলীগ ক্যাডার হেলাল ফরাজি, সুমন ফজলী সুমন, মেহেদী, রুদ্র, মো. রানা, মো. মিলন। এদের মধ্যে সরল ও নিশাদ জুলাই গণঅভ্যুত্থানে ফতুল্লা থানায় দায়ের করা ছাত্র হত্যা মামলার আসামি।

এরআগে গত বৃহস্পতিবার রাতে সাইনবোর্ড এলাকা শাহিনের নিজের পরিবহন কাউন্টার থেকে তাকে অপহরণ করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী শাহীন জানা, তিনি সাইনবোর্ড এলাকায় বাসের টিকিট বিক্রির কাজ করেন। সম্প্রতি সেখানে একটি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। সরল বাহিনী তার কাছে বার বার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দিলে তাকে সেখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। শাহীন মিয়া চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে কয়েকবারই দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে হিসেবে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সরলের ভাই নিশাদসহ ৪/৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী সাইনবোর্ড টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে অনেক মানুষের সামনে থেকে শাহীন মিয়াকে টেনে-হেঁচড়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী মিতালী মার্কেটের এক নম্বর ভবনে তাদের টর্চার সেলে নিয়ে যায়।

সেখানে শাহীনকে লোহার পাইপ, হকিস্টিক দিয়ে অমানুষিক নির্যাতন চালায়, চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। তাঁকে হত্যা করার জন্য উদ্ধত হয়। এমতাবস্থায়, সে সরলের পায়ে ধরে জীবন ভিক্ষা চায়। এক পর্যায়ে যেভাবেই হোক দুইতিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা জোগার করে এনে সরলকে দেওয়ার প্রতিশ্রুতি দেয় শাহীন।

তারপর সরল ও তার বাহিনী চাঁদা প্রদানের শর্তে তাকে ছেড়ে দেয় এবং শাহীন যাতে আইনের আশ্রয় না নেয় তার জন্য হুমকি প্রদান করে। তবে ছেড়ে দেওয়ার পূর্বে তারা শাহীনকে দেশীয় অস্ত্র দিয়ে ভিডিও করে রাখে এবং বলে তুই বাড়াবাড়ি করলে এই ভিডিও প্রশাসনের কাছে দিয়ে বলবো তুই ছিনতাইকারী।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। এসময় অভিযুক্ত কাউকে পাইনি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত