ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাড়ি তল্লাশি করে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার পাঁচ

গাড়ি তল্লাশি করে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার পাঁচ

চট্টগ্রাম নগরে গাড়ি তল্লাশি করে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, মোবাইল ফোন, সিগারেটসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় পতেঙ্গা থানার এয়ারপোর্ট মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ গাড়ি তল্লাশি করে এসব স্বর্ণালংকার উদ্ধার করে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা থানার এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট। গ্রেপ্তারকৃতরা হলো- তৌফিকুর রহমান সোহাগ, আকিদুল আলম শান্ত, হাসান মুরাদ, নাইমুল হক ও মনির আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত