বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চে মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতককে নিয়ে মো. সবুজ (২৮) ও মোছা লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। মাঝপথে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকরা কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেডিকেল সহায়তা প্রদানের জন্য ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠায়।
নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নবজাতককে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কোস্ট গার্ড। তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।