গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুন কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অরুন কুমার মল্লিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।