ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সেল শিওর সুজ নামের একটি কারখানার শ্রমিকরা। জানা যায়, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় ঐ কারখানায় কর্মরত শ্রমিকরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সিইপিজেডের প্রবেশপথে তারা বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। জানা গেছে, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর পর থেকে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্য শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত রোববার বিকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় এক্সেল শিওর সুজ কর্তৃপক্ষ। গত সোমবার সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে আবারও বিক্ষোভ শুরু করে। এদিকে অবরোধের কারণে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত