ঢাকার জুরাইন কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ জাকিরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ভবনে জাকিরুলকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বাড়ির মালিক। পরে সকাল ১১টার দিকে জাকিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী জাকিরুল গাইবান্ধার সাঘাটা থানার বেনারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি বর্তমানে জুরাইন কলেজ রোডের এক নম্বর মিরু সড়ক এলাকায় থাকতেন। নির্মাণাধীন ভবন মালিক ইমরান ধারণা থেকে পুলিশকে বলেছেন, ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পর্শে পড়ে থাকেন জাকিরুল।