ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবি ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উড়াল শিবির

ঢাবি ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উড়াল শিবির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা। কেন্দ্রীয় শিবিরের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে শাখা শিবির। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিব হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হলসহ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হলেই ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। হলগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে শিবির। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। ঢাবি শাখা সভাপতি এসএম ফরহাদ বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। ফিলিস্তিনের পাশে বাংলাদেশের ছাত্র-জনতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি সবাইকে যার যার জায়গা থেকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত