ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন ড. ইউনূস

বললেন সেলিমা রহমান
আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তার ওপর আস্থা রাখে। আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে তিনি এ সব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, মানুষ গণতন্ত্র চায়। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না। দেশের সব খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত