ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে ভারতের উচিত নিজেদের দিকে তাকানো’

‘সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে ভারতের উচিত নিজেদের দিকে তাকানো’

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, ‘এখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে ভারতীয়রা আমাদের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছে সেগুলো খামাখা। তারা যদি নিজেদের দিকে তাকাতো, তাহলে উত্তরটা ভালো পেতো।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসি (আইপিএলডি) আয়োজিত বাংলাদেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সলিমুল্লাহ খান বলেন, তারা (ভারত) নিজেদের ওপর যে ডায়াগনসিস করছে সেটা আমাদের বিরুদ্ধে প্রয়োগ করেছে। আমাদের এখানে এগুলো অনেক কম, তারপরও যে একেবারে হয়নি তা নয়। ২০০১ সালে বলেন আর অন্য সময় বলেন এটা হয়েছে। এবং এটাও একটা কনস্ট্যান্ট ভায়োলেন্সের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গে এই ভায়োলেন্স আরও তীব্র।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট? কেউ বলে ২০, কেউ বলে ২৫। আমি যদি সংখ্যাতত্ত্ব বাদ দিয়েও বলি, সেখানে পুলিশ বিভাগে-শিক্ষা বিভাগে-সরকারি চাকরিতে কত? আপনি শতকরা দুই থেকে পাঁচ ভাগও পাবেন না। এটা তো স্ট্রাকচারাল ভায়োলেন্স।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নামে একটা জায়গা আছে। জায়গাটার নাম দিয়াবাড়ি। সেখানে দক্ষিণে আছে লেকের মতো, উত্তরায় আছে খালি জায়গা। এর মধ্যে অন্য কোনো দালান হবে না এমন কথা ছিল। কিন্তু হাসিনার শেষ আমলে মেট্রোরেলের কর্মীদের জন্য একটা বাড়ি তৈরি করবে চারতলা, যেটা লেকের ভিউকে নষ্ট করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত