‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তারা। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলার মতো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনো কারাগারেই ঘটেনি। তিনি জানান, বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সব বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ।