ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চলন্ত মাইক্রোবাসে আগুন

চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন পাঁচ যাত্রী

চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন পাঁচ যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় গতকাল রোববার একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগে। চালকের দ্রুত সিদ্ধান্তে গাড়িতে থাকা পাঁচ যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান, জানিয়েছে স্থানীয় পুলিশ। দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে চলার সময় গাড়ির গিয়ার বক্সে আগুন লাগে বলে জানান চালক মো. সজিব মিয়া। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে যাত্রীদের নামতে বলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গাড়ি আগুনে পুড়ে যায়। ‘যাত্রীদের নামিয়ে দেয়ার পরেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

আমার শরীরের কিছু অংশও পুড়ে গেছে,’ বলেন চালক সজিব। ঘটনার খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, ‘গাড়ির কিছুই অবশিষ্ট নেই। মালিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত