ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সততার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান ভূমি উপদেষ্টার

সততার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান ভূমি উপদেষ্টার

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি গতকাল রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। আলী ইমাম মজুমদার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, সেই সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো এবং নিজেকে দক্ষ ও যোগ্য করে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ। তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে পেশাদারিত্ব, মেধা ও সততার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। মেশিন সর্বদা একইরকম কাজ করে। সিদ্ধান্তের কাজটুকু মানুষ করবে। সেখানে মানুষের মানবিক গুনাবলি অবশ্যই থাকবে। বর্তমান প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ভূমি উপদেষ্টা বলেন, সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান চর্চা করতে হবে। এছাড়া এই প্রশিক্ষণে আরো কিছু ক্যাডার যুক্ত করা প্রয়োজন। এবং চাকরির শুরুতে এই প্রশিক্ষণ দেয়া হলে কর্মক্ষেত্রে আরো অধিক কল্যাণকর সেবা নিশ্চিত করতে পারবে নবীন কর্মকর্তারা। জনবান্ধব ভূমিসেবা দিতে ভূমি খাতে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত