রাজধানীর হাতিরঝিল মগবাজারের আমবাগে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত জান্নাতুল ইসলাম নামে এক গৃহবধূকে মুখে স্প্রে ছিটিয়ে হাত-পা বেঁধে অচেতন অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে মগবাজার আমবাগে নিজেদের বাড়ির তৃতীয় তলায় ঢুকে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত এই চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরে বিকালের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।